কবিতাটা ফুলের
কবিতাটা এক কিশোরের নানান রকম ভুলের।
ভুল হলো তার এই-
হারিয়ে ফেলে সোনার স্মৃতি হারিয়ে ফেলে খেই।
হারিয়ে ফেলে বইয়ের গন্ধ পদ্য পাতার ভাঁজ
অংক খাতায় ড্রয়িং করার নানান কারুকাজ
ক্লাসের ফাঁকে জানলা দিয়ে আকাশ দেখা তার
হারিয়ে গেছে সেসব কোথায় হাতছানিতে কার!
ভুল পথে তার হারিয়ে গেছে মিষ্টি গানের সুর
হারিয়ে গেছে আলোর নদী বিশাল সমুদ্দুর।
হারিয়ে গেছে মায়ের শাসন আদুরে সেই ডাক
পাহাড়ি ঢল ঢেউয়ের নাচন চেঙ্গী নদীর বাঁক।
হারিয়ে গেলো বিশাল মাঠ আর মজার হাইস্কুল
মায়ের হাতে আঁচড়ে দেয়া মাথার রেশমি চুল
কবিতাটা ফুলের
কবিতাটা এই কিশোরের রেশমি কোমল চুলের।

Share.

মন্তব্য করুন