গ্রামের বাড়ির পুকুর পাড়ে হাঁটতে গিয়ে
কী যেন কি দেখে হঠাৎ গাছের ডালে
অবাক হয়ে থাকে খোকন ঠায় দাঁড়িয়ে
কালো কালো দুলছে কি ফল হাওয়ার তালে।

সদরঘাটে ফলের বিরাট ব্যবসা বাবার
কত্ত রকম ফল দেখেছে সে শহরে
ঝুলন্ত এ ফল তো তবে বিরল খাবার
কক্ষনো সে দেখেনি তা সেই বহরে।

কেমন হবে স্বাদ এ ফলের, কেমন খেতে
ঝিলিক মারে খোকার দু’চোখ কৌতূহলে
এক্ষুনি তা দু’হাত ভরে চায় সে পেতে
সেই আশাতে এগিয়ে গেল গাছের তলে।

গুঁড়ির কাছের পাথর-নুড়ি যেই কুড়িয়ে
ছুঁড়ল খোকন গাছের মাথায় ছোট্ট হাতে
আজব ব্যাপার ফলগুলো সব হুড়মুড়িয়ে
অমনি দিল লম্বা উড়াল আকাশটাতে।

Share.

মন্তব্য করুন