মন সে-তো এক মস্ত ভুবন, নেই সীমানা-কূল
স্বপ্ন ছোঁয়ার আকাশ আছে
গোলাপধোয়া বাতাস আছে
খুশির দোলায় পাপড়ি ছড়ায় লক্ষ নতুন ফুল।

এই ভুবনে নেই দারোয়ান, দুয়ারে নেই খিল
যখন তখন উড়তে পারো
সাত মহাদেশ ঘুরতে পারো
হতে পারো ময়ূরপঙ্খি, হাওয়াই ডানার চিল।

চাওয়া-পাওয়ার জীয়নকাঠি হাতের কাছে ওই
সবই পাবে- যা পেতে চাও
যা হতে চাও- যা খেতে চাও
ছিঁড়তে পারো তারার কলি বেয়ে সোনার মই।

আঁকতে পারো ভালোবাসার একটা সবুজ ঘর
সত্য-ন্যায়ের গন্ধ মেখে
সাম্য প্রীতির ছন্দ মেখে
গড়তে পারো ধোঁয়াবিহীন শান্ত আলোর চর।

মনের জগৎ সতেজ হলে সতেজ হবে দেশ
উঠবে দুলে ঢেউ কলোকল সুখের পরিবেশ।

Share.

মন্তব্য করুন