পাখির মতো থাকলে ডানা তবে,
আকাশ নীলে হারিয়ে যেতাম কবে!
থাকতো নাকো শাসন-বারণ মানা,
পেতাম যদি হলদে পরীর ডানা!

ভাবনাগুলো শুধুই এলোমেলো,
কিংবা তাতে কারবা এলো গেলো?
আকাশছুঁয়ার স্বপ্ন গুলো তাই,
বন-বনানী পাখির কাছে পাই!

কলমিলতা ফুল-পাখিরা সবে,
তোমরা কি’গো বন্ধু হয়েই রবে?
স্বপড়ব তবে জোনাক পোকার মত,
আলোর মশাল জ্বালবো অবিরত!

কিশোর দেহের শক্তি-সাহস বুকে,
মানুষ হবো তৃপ্ত জয়ের সুখে!
ইচ্ছে ডানার দরদ মিনার ছুঁয়ে,
বিশ্বভুবন আঁকবো শুয়ে শুয়ে!

Share.

মন্তব্য করুন