ভাষার মাসে পরাণ হাসে
লাগে সবার সুখ,
ফাগুন আসে সবুজ ঘাসে
রঙিন করে মুখ।

পাকরা ফাঁসে বাংলা বাঁশে
সাহস রাখে বীর,
অন্যের পাশে থাকল চাষে
নোয়ায় নিত শির।

নতুন সাজে ছড়ার ভাঁজে
এলো ভাষার মান,
লাগল কাজে সফলটা যে
গাবো বাংলা গান।

Share.

মন্তব্য করুন