প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা।
এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা কর। আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
-ছড়া কুটুম।
ফেব্রুয়ারি, ২০১৯ মাসের ছড়া
“বোশেখ এলো ঝড়টা নিয়ে
ঘরটা ভাঙে সেও
দারুণ হাওয়া ছুটছে এমন
পথটা ভোলে কেউ!”