একুশ মানে দরদরানো
মায়ের চোখের জল
ছিটকে পড়া দ্রোহের আগুন
ভাইয়ের বুকের বল।

একুশ মানে পথে পথে
রক্ত বওয়া বান
মনের সুখে কণ্ঠে ওঠা
বাংলা ভাষার গান।

একুশ মানে বইয়ের পাতায়
বর্ণমালার দোর
মায়ের মুখে চিলতে হাসি
সুখ মোড়ানো ভোর।

একুশ এলে মন পড়ে
বর্ণালি ঐ দিন
আমার ভাইয়ের ত্যাগ-সাধনার
শোধ হবে না ঋণ।

Share.

মন্তব্য করুন