শিশিরে গা ধুয়ে আসে শীত ভোর ঘোলাটে নীল আকাশ
কুয়াশার দোর ঠেলে জাগে পুবে সূর্যটা ঘুম ফেলে,
ঝিরিঝিরি বয় কাঁপন জাগানো উত্তুরে হিম বাতাস
রোদের ঝিলিক ছিটিয়ে পলকে উত্তাপ দেয় ঢেলে।

সরিষার ফুল হলুদে হলুদে ঢেকে দেয় সারা মাঠ
সবুজের ঢেউ মটরশুঁটিতে গাজর শিমের পাতায়,
মিটিমিটি দূর রাতের আকাশে বসে তারাদের হাট
অতিথি পাখিরা কলকাকলিতে বিল ও ঝিল মাতায়।

দোপাটি ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ রজনীগন্ধা
কুঁড়ি থেকে ফুল ফুটেছে কত না নানা রং অপরূপ,
দিনটুকু ছুটে জলদি পালায় এনে দিয়ে সে সন্ধ্যা
শুনি শীত এলে রাতের মলাটে শিশিরের টুপ টুপ।

Share.

মন্তব্য করুন