শীত এসেছে পল্লীগাঁয়ে
থির-থিরানো রসে,
পিঠার লোভে হয় না পড়া
পাঠে কি মন বসে!

ভাপাপিঠা জামাইপিঠা
রসে ভেজা চিতে,
কী যে দারুণ মজার খাবার
রোদ মাখানো শীতে।

পুলিপিঠা পাকানপিঠা
কেক পিঠাও আছে,
সিরিজপিঠা মুখে দিলে
পরাণ খানা নাচে।

দুধপুলিও বায়ুইঝাঁক
পিঠা আছে জানি,
ঠোঁটফাটা এই শীতে তাই
জিভে আসে পানি।

নারকেলপুলি সইপিঠাও
পাটিসাপটার ঘ্রাণ,
লেপের তলে মুখে দিলে
উথলে ওঠে প্রাণ।

Share.

মন্তব্য করুন