দু’চোখ মেলে যেদিক তাকাই
দেখি অবাক বিশ্ব
সবুজ গাছে পাখির নীড়ে
মনমাতানো দৃশ্য।
ফসল ভরা মাঠের শেষে
দিগন্তে দেই উঁকি
সব ছাড়িয়ে ঘাস মাড়িয়ে
আসছে দৌড়ে খুকি।
সাগর নদী চমকে ওঠে
ঢেউ খেলানো বাতাসে
মনের তাবৎ তৃষ্ণা মেটায়
মেঘলা নীলের আকাশে।
যেদিক তাকাই কী অপরূপ
বাংলাদেশের ছবি
শিল্পী হয়ে আঁকি আবার
হয়ে উঠি কবি।
Share.