প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য এবারও থাকছে একটি কবিতার
কিছু অংশ। বাকি কবিতাটি সম্পূর্ণ লিখে পাতার ঠিকানায় পাঠিয়ে দাও। সাথে
নাম ও ঠিকানা লিখতে ভুলবে না কিন্তু।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
-ছড়া কুটুম

জানুয়ারি, ২০১৯ মাসের ছড়া

“স্বাধীনতা স্বাধীনতা
প্রিয় স্বাধীনতা
স্বাধীনভাবে সবাই যেন
বলতে পারি কথা।”

Share.

মন্তব্য করুন