স্বচ্ছ আমার বুকের কাচে
দুঃখেরা ঘাড় ফুলিয়ে নাচে,
তবু স্বপ্ন-সাধের বাসা
গড়ি স্বপ্ন বোনার আঁচে।
আমি শোক সাগরে ভাসি
তবু মুক্ত মনে হাসি
আমি লক্ষ বুকে ফুল ফুটিয়ে
হাসতে ভালোবাসি।
আমার একটি জীবন নাশে
যদি লক্ষ জীবন হাসে
আমি ছুটবো সে পথ ধরেই
তাতে এমন কী যায় আসে!
আমার আছে কতই জানা
পেতে পঙ্খিরাজের ডানা
আমার চিত্তে সুদূর স্বপন
উড়তে কি আর আছে মানা?