স্বাধীনতার বিজয় দিবস
ষোলই ডিসেম্বরে,
আনন্দ ঢেউ এলো সেদিন
সব মানুষের ঘরে।

নয়টি মাসে কত ত্যাগে
ঝরিয়ে রক্ত কত,
স্বাধীনতার যুদ্ধে ছিল
বীর বাঙালি যত।

জমাট রক্ত রঙিন হয়ে
সূর্য উঠেছিল,
সবুজ দেশে স্বাধীনতার
গোলাপ ফুটেছিল।

লাল-সবুজে মিশে হলো
স্বাধীন পতাকাটি,
সেই পতাকা বুকে ধরে
বুক ফুলিয়ে হাঁটি।

Share.

মন্তব্য করুন