ঋণএকটা শিশু ফুটপাথে
উদোম কাটে দিন
শঙ্কা বুকে ঘুরছে পথে
শীত আসে শিন শিন।
কোথায় পাবে গরম কাপড়
কোথায় পাবে কাঁথা?
শীতটা এলেই বুকের ভেতর
কষ্টে বাড়ে ব্যথা।
থরথরিয়ে রাতটা কাটে
দাঁত চেপে যায় দিন
এই শিশুটির কাছে কি নেই
তোমার আমার ঋণ?

Share.

মন্তব্য করুন