মাগো তুমি আমার কাছে
অতি মূল্যবান
তোমার জন্য দিতে পারি
আমার জীবন দান।

তোমায় আমি আমার চেয়ে
বেশি ভালোবাসি
তাইতো মাগো সকাল সন্ধ্যা
তোমার কাছে আসি।

তোমার চেয়ে আমার কাছে
নাই তো কিছু দামি
আমার কাছে তুমিই সব
তুমিই অন্তর্যামী।

Share.

মন্তব্য করুন