মনে পড়ে মেঠো পথ ফেলে আসা গ্রামটা
আঁকাবাঁকা ছোট নদী, প্রিয় সেই নামটা
মনে পড়ে ধানক্ষেতে বাতাসের নৃত্য
কলমির ফুলে ফুলে নুয়ে পড়া চিত্ত।
পুকুরের জলটাতে আকাশের মুখটা
রুই-পুঁটি, চিতলের জীবন্ত সুখটা
উঠোনের ডান পাশে কদমের গাছটি
খেলা করে যেত খুব ছোট পাখি পাঁচটি।
আম জাম-কাঁঠালের সারি ছিল অল্প
দুপুরের নির্জনে পাতাদের গল্প
কুতকুত কাবাডি ও লুকোচুরি খেলাটা
পুলকিত করে দিত কৈশোর বেলাটা।
ফড়িংয়ের পিছু পিছু ছুটে যাওয়া শৈশব
লাল-নীল প্রজাপতি আজ তারা কই সব?
জানালার কাছে আসা ওই কাঠবিড়ালি
পাষণ্ড সময়টা কই তাকে ফিরালি?
ঝিঁঝি আর জোনাকিতে অনুভূতি জব্দ
ঘুম ডেকে এনে দিত বৃষ্টির শব্দ
মনে পড়ে রাত শেষে ভোরের অই ক্ষণটা
ইশকুলে বেজে ওঠা প্রিয় সেই ঘন্টা!
সারি বেঁধে হেঁটে চলা অমলিন দৃশ্য
স্মৃতিগুলো নিয়ে গড়ি রঙিন এক বিশ্ব!
ভালো থেকো ছেলেবেলা ভালো থেকো কল্পে
মিশে থেকো গান আর কবিতা ও গল্পে।