বাতেন সাহেব চুন ঘেঁষে খান পানখানি
খাবার সাথে খান তো নিজের মানখানি
গায়ের জোরে খান গরিবের ভিটখানি
ফোকলা হেসে চোখ টিপে দেন টিটকানি।

সুদ খেয়ে তার বাড়ছে রোজই পেটখানি
বাচ্চারা তাই দূর থেকে দেয় ভেটকানি
কারোর সাথে নেই ভালো তার মিলখানি
বাতেন সাবের রুক্ষ বেজায় দিলখানি।

ষাঁড় কিনেছেন তিনটা, মোটা বেশখানি
জবাই দিলেন ঘরের বড় মেষখানি
আসলো গরিব, ভাবলো খাবে পাকখানি
ঘাড়টা ধরে দিলেন তাদের ধাক্কানি।

গরিব মেরে খান যদিও ঠকখানি
তাও বাড়িতে খতম পড়ান হক্কানি!
এতিমখানায় দান করেছেন হাঁসখানি
এইটা জপেই পার করে দেন মাসখানি!

খাচ্ছেন এখন তার জীবনের জমখানি
সকল খাওয়ার অন্তে খাবেন চমকানি
বুঝতে পাবেন সবটা ছিলো ভুলখানি
আমরা খাবো ‘বাতেন সাবের’ কুলখানি!

Share.

মন্তব্য করুন