বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এখন নভেম্বর মাস।
বার্ষিক পরীক্ষাতো এসেই গেলো! বলতে গেলে একেবারেই দোরগোড়ায়। ফলে এই সময়ে আমাদের কী করা উচিত বলোতো? হ্যাঁ, এই সময়ে বাইরে কিংবা অনলাইনে ব্যস্ত না থেকে কেবল লেখাপড়ায় মন দেয়া উচিত। পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করা যায়- সেজন্য সর্বোত্তম চেষ্টা ও পরিশ্রম করা জরুরি। অলসতা কিংবা অবহেলায় যেন আমাদের আজ ও আগামীর সোনালি স্বপ্ন নষ্ট না হয়ে যায়!
সুতরাং এই সময়ে পড়তে হবে খুব বেশি বেশি করে। আমাদের প্রস্তুতিটাও হতে হবে অনেক ভালো। তাহলেই আমরা পরীক্ষায় সার্বিক সফলতা লাভ করতে পারবো
ইনশাআল্লাহ।