ছবি দেখি গল্প লিখি
প্রিয় বন্ধুরা,
তুলির আঁচড়ে আঁচড়ে মনের ভেতরের কথাগুলো ক্যানভাসে ফুটিয়ে তুলতে খুব পটু যারা
তাদেরই নাম শিল্পী। তাদের প্রত্যেকটি আঁচড়ের মধ্যে লুকিয়ে থাকে অনেক অনেক স্মৃতি,
দুঃখ-বেদনা আর সুখস্মৃতি। তাদের আঁকানো ছবিগুলো তাই এক একটি বিরাট বিরাট গল্পের
প্রতিচ্ছবি। সে ভাবনা থেকেই তোমাদের জন্য আয়োজন ‘ছবি দেখি গল্প লিখি’। এ সংখ্যায়
একটি ছবি দেয়া হলো। এই ছবিটি অবলম্বন করে তোমাদের খুব সংক্ষেপে একটি গল্প লিখতে
হবে। গল্পটি যেন ছবির সাথে প্রাসঙ্গিক হয়। আবার যেন ১৫০ শব্দের মধ্যে থাকে। আশা করি
এর মাধ্যমে তোমরা গল্প লেখার কৌশলটাও আয়ত্ত করতে পারবে। খাম ও লেখার ওপরে
অবশ্যই ‘ছবি দেখি গল্প লিখি’ বিভাগের নামটি লিখবে। সেই সাথে পূর্ণ নাম ঠিকানাতো
দেবেই।
তবে আর দেরি কেন? ছবিটি দেখে এখনই লিখে ফেল তোমার চমৎকার গল্পটি এবং পাঠিয়ে
দাও পত্রিকার ঠিকানায়।

Share.

মন্তব্য করুন