কবির, দবির ও ছবিরের মধ্যে কথোপকথন-
কবির : আচ্ছা দবির, তোদের ক্লাসে কয়টা বোর্ড আছে?
দবির : কেন, দুইটা!
ছবির : আরে ভাই, তোদের ক্লাসে দুইটা বোর্ড আছে আগে বলবি না। তাহলে আমাকে আর ঢাকা বোর্ডে পরিক্ষা
দিতে হতো না।
মুহাম্মদ ইমরান
আমিরাবাদ, চট্টগ্রাম
রফিক আর মামুনের মধ্যে কথোপকথন-
রফিক : মামুন তোর বয়স কতো?
মামুন : ১২ বছর।
রফিক : তুই আমাকে তিন মাস আগে বলছিলি ১২ বছর আর আজও সেই ১২ বছর। মাঝে ৩ মাস কই গেলো?
মামুন : ঘড়িটা হাতে নিয়ে একটু হিসেব করে বলে আমার বয়স ১২ বছর, ৩ মাস, ১৫ দিন, ১১ ঘন্টা ৪৬ মিনিট,
৭ সেকেন্ড, ৮ সেকেন্ড…।
রফিক : বেহুঁশ!
হোসাইন মুহাম্মদ রিয়াজ
ছিটুয়াপাড়া, চট্টগ্রাম
নান্টু তার নিজের দোকানের নতুন কর্মচারী বল্টুকে বলল- আমি বাড়ি থেকে আসছি কোন কাস্টমার ফেরাবি না। যা
চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির একটা কিছু দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে
দেবো।
কাস্টমার : ভাই টয়লেট পেপার আছে?
বল্টু : না ভাই শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে যান কাল এনে দেবো।
সাইমুর রহমান
ধর্মপুর, নোয়াখালী
দুই চোরের মধ্যে কথোপকথন-
১ম চোর : এই নিয়ে আজসহ তিন দিনের মত থানায় আসলে। তোমার কী লজ্জা করে না?
২য় চোর : আমি তো মাত্র তিন দিন থানায় আসলাম। তাতেই লজ্জার কথা বলছো।
আর তুমি যে ৩০দিন ধরে আছো।
জাকারিয়া আল হোসাইন
চাপানীহাট, ডিমলা, নীলফামারী

Share.

মন্তব্য করুন