প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল এবং সুস্থ আছো। গ্রীষ্মের পরই চলে এলো বর্ষা কাল। আর বর্ষাকাল মানেই তো জানো- থেকে থেকে বৃষ্টি আর বৃষ্টি। কখনো বা মুষল ধারায়। এক টানা চলে অনেকদিন। এসময় গ্রাম অঞ্চলের খাল-বিল, পুকুর-দীঘি, মাঠ-ঘাট সবই পানিতে একাকার। থৈ থৈ করে চারদিক। কত্ত রকমের মাছ পাওয়া যায় এই সময়। আবার এধরনের বৃষ্টিতে কষ্টও কিন্তু নেমে আসে কনেকের জীবনে। বিশেষ করে গ্রাম অঞ্চলে। যারা গরিব-দুখী তাদের কষ্ট তো বেড়ে যায় সকল দিক থেকেই। হাতে কাজ থাকে না। সুতরাং ক্ষুধার কষ্ট। হয়তো ঘরের চাল দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে টপ টপ করে। রাতে কিংবা দিনে একটু স্বস্তিতে ঘরে থাকাও দায়। এসময়ে আবার কোথাও কোথাও বন্যা দেখা দেয়। তখন তো মানুষের জীবনে কষ্টের আর সীমাই থাকে না! আমাদের উচিৎ বর্ষায় বা বন্যায় যারা কষ্টে ভোগে, তাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সকল সময় তাদের পাশে থাকা। সুখ-দুঃখকে সবাই সমানভাবে ভাগ করে নিলে তাদের কষ্ট অনেকাংশেই কমে যাবে।
এসো বন্ধুরা, আমরা বৃষ্টির একটানা মিষ্টি-মধুর সুর-ছন্দে মনটাকে সতেজ করে তুলি, পাশাপাশি গরিব বন্ধুদের দিকেও খেয়াল রাখি।
আজকের আলাপন এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।

Share.

মন্তব্য করুন