খুকির ঈদ
সাজিদ মাহমুদ
আনন্দ আর উচ্ছ্বাসে আজ
নেই যে চোখে ঘুম,
হাট বাজারে উঠলো জমে
কেনাকাটার ধুম।
নতুন জামা কিনতে হবে
ধরেছে খুকি জিদ,
বছর শেষে এলো আবার
রমজানের-ই ঈদ।
নতুন সাজে সাজবে খুকি
এই করেছে পণ,
আনন্দে যে ঢেউ খেলে যায়
কচি হৃদয় মন।
নতুন জুতো নতুন জামা
দিয়ে খুকি পায়,
আলতো করে যখন হাঁটে
সবাই ফিরে চায়।
ঈদ আনন্দ
এনাম রাজু
বয়সের ভারে নেতিয়ে পড়েছে সব খুশির জৈবসার
কিশোরী রোদের আলো, চাঁদের অপেক্ষায় নিশি যাপন
বছর ঘুরে শান্তি আভাস হৃদয়ে দোল দেয় না আর
পৈশাচিকতা ভর করেছে নাকি আমার দেহ ও মন ?
ঘড়ির যৌবনে হাত রেখে রেখে রাত্রি কেটেছিলো বেশ
কে কেমন সেজেছে দেখতে দেবো ছুট, হয় না কেনো আর?
বেলালি কণ্ঠে কখন ডাকবে কেউ বিছানাকে করতে উপোস
কোলাকুলি করে নিজের ভিটেতে ডাকি নাতো বারবার।
তবে কি মেঘের বন্ধুর হয়ে সীমানার বাহিরে সুখ গেছে ভেসে
নাকি সূক্ষ্ম হৃদয় খুঁজে পেয়েছে এমন দিনেও অনাহারে কেউ
কারো দেহের জমিন মোড়ানো হয়নি নতুন পোশাকে। শেষে-
এই কারণে হৃদয় সমুদ্রে উঠে নাতো আগের মতো খুশির ঢেউ।
কিসের তবে ঈদ
নুর জামাল
ঈদের দিনে ধনীর দুলাল
নতুন জামায় হাসে
ছোঁ পোশাক গা জড়িয়ে
মাকে ভালোবাসে।
দালান ঘরে ফিরনি পায়েস
কত রকম ঘ্রাণ
জীর্ণ ঘরে আমরা থাকি
শুধায় কাতর প্রাণ।
সিয়ামের শেষে
মুনীর আল হাদী
সিয়ামের শেষে
ওই দূর আকাশে
কালো মেঘের কোলে
নয়া চাঁদ দোলে।
এইটুকুনি এক ফালি চাঁদ
আনলো বয়ে আনন্দ
ছেলে বুড়ো সবার মনে
খেলা করে ছন্দ।
হাসি গানে সারাদিন
হয়ে যায় পার
এমন ঈদ যেন ফিরে
আসে বারেবার।
ঈদ এসেছে
হাফিজুল ইসলাম
ঈদ এসেছে মুখ হেসেছে
স্বাধীনতার তরে,
ঈদ এসেছে মন ভরেছে
সচ্ছলতার ঘরে।
ঈদ আসেনি পা রাখেনি
জীর্ণশীর্ণ নীড়ে,
ঈদ আসেনি মন হাসেনি
দুঃখের নদীর তীরে।
ঈদ এসেছে পা নেচেছে
শুদ্ধ গোসল করে,
ঈদ এসেছে রঙ মেখেছে
নতুন পোশাক পরে।
ঈদ আসেনি মুখ হাসেনি
পান্তা ভাতের ঘরে,
ঈদ আসেনি চোখ মানেনি
ছেঁড়া পোশাক পরে।
গরিবের ঈদ
শাওন মিরাজ
ঈদের সময় সবাই থাকি
খুশির মাঝে ডুবে,
গরিবের ঈদ কেমন কাটে
দেখেছি কেউ ভেবে?
দুঃখ বেদনার মাঝে তারা
কাটায় তাদের ঈদ,
শেষ হবে না গেয়ে তাদের
বেদনার এই গীত।
ঈদের আনন্দ আমরা যদি
সবাই করি ভাগ,
গরিবের মন থেকে উঠবে তবে
বেদনারই সব দাগ।
ঈদ
কাজী আবুল কাশেম
এ বাড়িতে ঈদ এসেছে
সবার মুখে হাসি
নতুন জামা পরে সবাই
বাজায় নতুন বাঁশি।
ও বাড়িতে ঈদ আসেনি
সবার চোখে পানি
ঈদের দিনেও ভাত জোটেনি
কাপড় একটু খানি।
পাশাপাশি বাড়ির মাঝে
মস্ত বড় দেয়াল।
ঈদের দিনের হাসি খুশি
সব করেছে আড়াল।
ঈদের দিনে
সুলতান মাহমুদ
বছর ঘুরে আবার যখন
আসে খুশির ঈদ
আনন্দে ভরে তখন
সকলের হৃদ।
ঈদের দিনে গরিবের কষ্ট
মোরা ভাগাভাগি করি
হিংসা-বিদ্বেষ ভুলে মোরা
একে অপরের হাত ধরি।
ঈদের দিনে ঈদের আমেজ
থাকে সবার মাঝে
আনন্দে একাকার হই
নতুন জামার সাজে।
সংযম
মুসলিহা তাফহীম
মাস ভরে রোযা দিল
সংযমেরই শিক্ষা,
ধৈর্য ধারণ করতে হবে
এই তো পেলাম দীক্ষা।
চোখের সামনে যতই আসুক
ভালো ভালো খানা,
খাওয়া যাবে না কিছুতেই
রোযা করে মানা।
এমনি করে পাপের পথে
যতই আসুক হাতছানি,
রোযার শিক্ষা নিয়ে মোরা
ফিরিয়ে নেব মুখখানি।
সংযম যদি করতে পারি
সকল পাপ থেকে
সার্থক হবে রোযা আমার
ঈদের খুশি মেখে।
বৃষ্টি ভেজা
আজম মোর্শেদ জাওয়াদ
আসলো বারি
ভিজলো বাড়ি
ভিজলো রাস্তা-ঘাট।
ভিজলো গাছ
ভিজলো মাছ
ভিজলো শুকনো কাঠ।
ভিজলো ছাতা
ভিজলো পাতা
ভিজলো বাজার-হাট।
সেই হাটেতে সদাই কিনে
ভিজলো দাদুর টাক॥