প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
আমাদের মাঝে আবারও এলো রসে টইটম্বুর মধুমাস- জ্যৈষ্ঠ।
জ্যৈষ্ঠ মাস এলেই আমাদের দেশে কত্ত রকমের সুস্বাদু রসালো ফল পাওয়া যায়। হাত বাড়ালেই শুধু ফল আর ফল। মহান রবের এ এক অসামান্য নিয়ামত আমাদের জন্য! আমরা আল্লাহর এই নিয়ামত যতটুকু সম্ভব নিজে খাবো এবং অন্যকেও সাধ্যমত খাওয়াবো। বিশেষ করে চারপাশের সুবিধাবঞ্চিত বন্ধুদের দিকে একটু বেশি নজর দিতে হবে। কারণ, তারাতো আর কিনেও খেতে পারে না! তাদের প্রতি লক্ষ রাখলে এবং বন্ধুর মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহও অনেক খুশি হবেন।
১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ দিনে আমরা তাঁকে বেশি করে স্মরণ করবো, তাঁর জন্য মাগফেরাত কামনা করবো এবং তাঁর রচনাবলি মন দিয়ে পড়বো। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবো। আমাদের এই প্রাণপ্রিয় কবিকে আমরা যেন কখনোই ভুলে না যাই।
এবার মাহে রমজান এলো মে মাসে। আমরা সবাই চেষ্টা করবো এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর রহমত, বরকত ও মাগফেরাত অর্জনের। মহান রব সকলকে কবুল করুন।
মধু মাসে আজকের মধুর আলাপন এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

Share.

মন্তব্য করুন