স্বাধীনতার চেতনা
স্বপন মোহম্মদ কামাল

আমাদের যতো মুক্তির কথা বাসনা ও প্রত্যাশাÑ
একাত্তরেই এনে দিয়েছিলো ছাত্র মজুর চাষা।
প্রাণপণ লড়ে জীবনটা দিয়ে যুদ্ধ করেছে ওরা,
সেদিন ওদের রক্তের স্রোতে ভিজেছে বসুন্ধরা।

আজো এই মাটি এতো ঊর্বর ওদের শহীদি খুনে
আমার হৃদয় উদ্বেল আজ তাদের সে কথা শুনে।
একটি সোনার স্বদেশ গড়তে ওরা দিয়েছিলো প্রাণ,
ওদের কণ্ঠে ধ্বনিত ছিলো যে সমতার জয়গান।

বৈষম্যের যত অনাচার রুখে দিতে হবে আজ
স্বদেশের বুকে তবেই ফুটবে মুক্তির কারুকাজ।

একাত্তর
আবদুল ওহাব আজাদ

দেশের বুকে
পাখির মুখে
স্বাধীনতার গান,
একাত্তরেই অধীনতার
হলো অবসান।

লাখো ভাইয়ের
রক্তে ফোটা
স্বাধীনতার ফুল,
স্বাধীনতার রক্তলালে
রাঙলো নদীর কূল।

শিশির ঝরুক
ফজলে রাব্বী দ্বীন

শিশির ঝরুক নিশির খামে
প্রভুর নামে গাছের পাতায়
ঝিরঝিরানি সবুজ রঙে
হৃদয় টানে স্বর্ণলতায়!
শিশির ঝরুক খেয়ার পাড়ে
কেয়ার বনে সুখ টুপা-টুপ
হাঁসের ডানায় ঘাসের ভেলায়
দেখতে যদি কি অপরূপ!

মুসাফির
আবুল খায়ের নাঈমুদ্দীন

বছর শেষে বছর আসে চলছে আসা যাওয়া,
আমরা মানুষ নেই কোন হুঁশ শুধু আশা পাওয়া।
কত জনের যায় যে জীবন দোলনা দোলার মতো,
কত জনের দুঃখের জীবন কষ্ট শত শত।
তাদের কাছে মানুষগুলো খেলনা পুতুল সম,
আসলো গেলো হর হামেশা খেলনা অনুপম।
এমনি করে চলছে জীবন মানুষ নামের যন্ত্রে,
কারো জীবন হেলায় খেলায় কারো জীবন মন্ত্রে।
যেমনই হোক যায় যে জীবন অল্প কয়টা বছর,
সব মানুষই ক্ষণস্থায়ী, জীবন সবার কসর।
সব মানুষই একই রকম, দুনিয়াতে সব মুসাফির,
মাফ চেয়ে নাও মানুষ তুমি ছোট বড় সব গুনাহির।

আলোকিত চাঁদ
হোসাইন আনোয়ার

আঁধার রাতে চাঁদ উঠেছে
জগৎ জুড়ে আলো,
চাঁদ ছাড়া ঐ রাতটা যেন
বেজায় নিকষ কালো।

চাঁদটা যেমন সবার মাঝে
হাসির আলো ছড়ায়,
হেসে হেসে সবার মাঝে
ভালোবাসা ছড়ায়।

চাঁদের মতো আলোকিত
সবার হতে হবে,
সমাজ থেকে অন্ধকারটা
দূর হবে ভাই তবে।

সেই আলোটা কিনতে হলে
করতে হবে লড়াই,
ধৈর্যটাকে বুকের মাঝে
রাখতে হবে জড়াই।

চঞ্চলা এক নদী
জুবায়ের বিন ইয়াছিন

দেশটা আমার প্রেমের ছবি
কাব্য-কথার ফ্রেমের ছবি
দেশটা বুকের চঞ্চলা এক নদী,
দেশটা আমার সুখের হাসি
রঙিন করা স্বপ্ন রাশি
বুকের মাঝে বয় সে নিরবধি।

দেশটা রাখা মায়ার বাঁধে
সবুজ ঘন ছায়ার বাঁধে
নীলাভ আকাশ দেয় হৃদয়ে দোলা,
কাশ-গোলাপের আহবানে
পুলকধারা ছড়ায় প্রাণে
ঝরণাসম ঠিক যেনো মনভোলা।

Share.

মন্তব্য করুন