বিজয় আমার
জয়নুল আবেদীন আজাদ
বিজয় আমার কখন হবে
কখন আমি জিতবো-
ভালোবেসে সব শিশুকে
যখন আমি চিনবো।
বিজয় আমার কখন হবে
কখন আমি হাসবো-
আপন স্বার্থ ভুলে যখন
সবার জন্য ভাববো।
বিজয় আমার কখন হবে
কখন আমি উড়বো-
বিশ্বসভার পাঠশালাতে
যখন আমি শিখবো।
বিজয় আমার কখন হবে
কখন আমি জিতবো-
ভালো-মন্দের দ্বন্দ্বে যখন
ন্যায়ের পথে হাঁটবো।
আমার সোনার দেশ
-শরীফ আবদুল গোফরান
সোনামাখা রোদের ঝিলিক
চুমোয় নরম ঘাস
শিশির কণা পাতায় পাতা
ঘাস ফড়িংয়ের বাস।
ভেসে আসে হাওয়ায় হাওয়ায়
দূর হতে ঐ দূর
প্রাণ ভরে দেয় রাখালিয়ার
করুণ বাঁশির সুর।
শজনে গাছে পিক পাপিয়ার
সুরের গুঞ্জরণ
শর্ষে ফুলের হলদে রঙে
জুড়ায় সবার মন।
কাশের বনে মুচকি হেসে
নাড়ায় মাথার চুল
নীলাকাশে মেঘের জোয়ার
নিঝুম নদীর কূল।
বনবনানী প্রাণের ছোঁয়া
ধানের ক্ষেতে ক্ষেতে
উছাল হাওয়া ঢেউ দিয়ে যায়
পালিয়ে যেতে যেতে।
ঝড়ের তোড়ে ওড়ে যেন
পাগলি মেয়ের কেশ
সবুজ ক্ষেতে ঢেউয়ের দোলা
আমার সোনার দেশ।
রোহিঙ্গাদের কান্না
-হেলাল আনওয়ার
আকাশ বাতাস হচ্ছে ভারী
রোহিঙ্গাদের কান্নায়
ভাসছে যেন জীবন ওদের
রক্ত নদীর বন্যায়।
চোখের কোণে শোকের নহর
জন্মভূমি লাশের শহর
বসত বাড়ি ছাই হয়েছে
লাশ হয়েছে বাবা
ভয়ের মাঝে কাটছে জীবন
হন্যে বাঘের থাবা।
মিয়ানমার যে মৃত্যুপুরী
হায়েনারা নাচছে ঘুরি
লাশের জন্য আটকে গেল
মানবতার তরী
আকাশ কাঁদে বাতাস কাঁদে
শোকে মাতম করি।
নাফ নদীটা ক্লান্ত এখন
সলিল মাঝে হচ্ছে দাফন
¯্রােতে ভাসে লাশের পাহাড়
খুন ভাসা এক চর
হায়েনা সু চির নির্মমতা
বড়ই লজ্জাকর!
সুখী সমাজের জন্য
-পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম
একটু স্নেহ, একটু মায়া, একটু মমতা
জানো কি ভাই আছে তার কত ক্ষমতা?
একটু প্রীতি, একটু আদর, একটু ভালোবাসা
গড়তে পারে বসুন্ধরায় জান্নাতি এক বাসা।
উল্টা করে বলি যদি আছে খারাপ কিছু
যেগুলো ঠিক নিতে পারে মানুষকে খুব নীচু।
একটু রাগ, একটু ক্ষোভ, একটু অসম্মান
বাড়াতে পারে বিভেদ আর কমায় মনের টান।
একটু ঝাড়ি, একটু গালি, একটু কটু কথা
করতে পারে দীর্ঘদিনের সম্পর্কটাই বৃথা।
তাই চলো না, সবাই মিলে গড়তে সুখী সমাজ
খারাপ সব দূরে ঠেলে ভালোর করি তোয়াজ।
বিজয়ের পণ
-নূর মোহাম্মদ
বিজয়ের সুখটা
শহীদের মুখটা
লালে লালে হেসে ওঠা সূর্য
বিজয়ের ঋণটা
পায়ে পায়ে চলা সেনা তূর্য।
বিজয়ের দিলটা
আমাদের মিলটা
কাঁধে কাঁধে জেগে থাকা গন্ধ
বিজয়ের বলটা
স্বাধিকার ফলটা
মিলে মিশে হেসে ওঠা ছন্দ।
পতাকার লালটা
সবুজের গালটা
বিশ্বাসে লেগে থাকা যত্ন
বিজয়ের পণটা
আমাদের ধনটা
নিঃশ্বাসে মিশে থাকা রত্ন।