প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পড়ন্ত বিকেলে নিকেল কড়া রোদে বসে তোমাদের সাথে করছি মধুর আলাপন। আশা করছি, তোমরাও যে যার কাজে ব্যস্ত থাকলেও মনটা নিশ্চয়ই হয়ে আছে বিকেলের নরম রোদের মতো কোমল এবং স্বচ্ছ। সুতরাং তোমাদের সাথে মধুর আলাপনের এইতো সুবর্ণ সুযোগ।
ডিসেম্বর মাস মানেই বিজয়ের মাস। আমাদের আনন্দের মাস। আমাদের এই সুন্দর দেশটিকে ভালোবাসি বলেই বিজয়ের দিনে আমাদের এতো আনন্দ! এসো আমরা সকলে মিলে দেশটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সহযোগিতা করি।
এই মাসেই আবার এলো সিরাতের মাস। আমরা আমাদের প্রিয় নবীকে (সা) প্রাণ দিয়ে ভালোবাসি, ঠিক না! তাঁর প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রেখেই তাঁকে এই মাসে অনেক বেশি বেশি করে স্মরণ করতে হবে। তাঁর জীবনীগ্রন্থ ও হাদিসসমূহ পাঠ করতে হবে এবং সেখান থেকে আমাদের চলার পথের সমগ্র পাথেয় সংগ্রহ করতে হবে। তাহলেই আমাদের জীবনটা হয়ে উঠবে সুন্দর ও সফল।
এসো আমরা রাসূলকে (সা) ভালোবাসি। রাসূলের (সা) পথে চলি এবং রাসূলের (সা) প্রদর্শিত পথ অনুসরণ করি।
অনেক তো কথা হলো! আগামী মাসে আবারও তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
Share.