হেমন্তের ডাক
আব্দুল হাকিম

হেমন্ত তাই বাজছে কানে বাঁশের পাতার শিষ
হিমেল ভোরে আলতো করে পা ভিজিয়ে নিস।
ঘুড়ির মেলা বসবে এবার বৃষ্টি না হয় থাক
রাত্রি এলে ঝিঁঝিঁপোকা দিচ্ছে আমায় ডাক।
সোনা মাঠে যায় ছড়িয়ে পাকা ধানের ঘ্রাণ
মনের সুখে কৃষাণ ধরে পাঁচমিশালি গান।
নায়র খেতে যায় কৃষাণী আপন বাপের ঘর
নদীর বুকে দিচ্ছে জাগা শুকনো বালুর চর।
মুক্ত মেঘের আনাগোনা আকাশ দেখায় নীল
মাছ থৈ থৈ হাঁটুপানি শাপলা ফোটা বিল।

 

প্রিয় স্বদেশ
মকবুল হামিদ

লাল সবুজে মিশে আছে
এমন একটি দেশ,
যতই বলি রূপের বাহার
হবে না তো শেষ।

ধানে ভরা গানে সেরা
রূপে ভরা যার,
অন্য কোনো দেশের সাথে
নাই তুলনা তার।

কৃষক শ্রমিক কামার কুমোর
আরো জেলে ভাই,
এমন সোনার মতন মানুষ
আর যে কোথাও নাই।

 

পাতা/অক্টোবর/১৭
কিশোর কবিতা

চাঁদের হাসি
মোহাম্মদ আল জোবায়ের

মিষ্টি হেসে উঠল ভেসে
গগন তলায় চাঁদ
তারার মেলায় হর্ষ জোয়ার
ভাঙলো খুশির বাঁধ!
নিখিল ধরায় বিস্তৃত হয়
দীপ্ত আলোর বান
জাজ্বল্যমান বিশ্বভুবন
ঘুচলো আঁধার ম্লান।
সৃষ্টিকুলে করলো বিরাজ
আনন্দ আবেশ
চাঁদের কোমল হাসির ছোঁয়ায়
মুগ্ধ পরিবেশ!

বন্ধু-
আমানুল্লাহ আমান

হরেক রকম বন্ধু আছে এই ধরণীর বুকে,
ভালো মানের বন্ধু বলো কার মাঝেতে থাকে?
কোন বন্ধু বেজায় কালো কোন বন্ধু সাদা,
কেউ তো আছেন অতি চালাক কেউ বা একটু হাদা।
কেউতো আছেন ব্যস্ত খুবই অনেক বেশি পড়তে,
কারো চিন্তা মাথায় ঘুরে নিজের জীবন গড়তে।
কেউতো আছেন ধনীর ঘরের সময় কাটে রেস্তরাঁয়,
কেউবা গরিব ঘরের ছেলে জীবন নামের ব্যস্ততায়।
কারো আছে মোটর গাড়ি সাথে আছে নোটও,
কেউ আছেন লম্বা বেজায় কেউবা অনেক ছোট।
কারো ভাগ্য হয় না সহায় দুঃখের কান্না রোজ,
অর্থ বিত্তের প্রাচুর্যে কেউ, পায় না সুখের খোঁজ।

ডানা-
সারোয়ার হোসেন রাকিব

আমার যদি থাকতো ডানা
উড়তাম ডানা মেলে
উড়তাম আমি বসতাম আমি
গাছের ডালে ডালে।

গাছের ডালে পাখি
বানায় বাসা
মা পাখিটা দেয় ছানাদের
গভীর ভালোবাসা।

ঋতু-
সাজিদ মাহমুদ

শরৎকালে ফোটে যে কাশ
শান্ত নদীর চরে,
হেমন্তে যে নতুন ধানে
কৃষক গোলা ভরে।

শীতের কালে হিমেল হাওয়া
সবখানে যে বয়,
বসন্তে যে কোকিল পাখি
গানে মজে রয়।

স্মৃতির পাতা-
আবুল হোসাইন

যখন আমি একলা থাকি
মন থাকে না ভালো
স্মৃতির পাতায় হারিয়ে যাই
লাগে এলোমেলো।

যে পাতায় লুকিয়ে আছে
অনেক গল্প কথা
ভাবতে গেলে হৃদয় মাঝে
লাগে বড় ব্যথা।

কত শত চেনা মুখ
গেল আজ হারিয়ে
কিন্তু আমি একলা পথে
রয়ে গেছি দাঁড়িয়ে।

সৃষ্টিতে তুমি-
আব্দুল কাদের

নীল আকাশের দিকে যখন
যাবে আমার দৃষ্টি
তখন আমি মগ্ন হবো
নিয়ে খোদার সৃষ্টি।

সৃষ্টি নিয়ে খুব বেশি
করলে গবেষণা
নিশ্চিন্তে পাবো তবে
স্রষ্টার ঠিকানা।

 

বায়না-
জাবির মাহমুদ

বাবার কাছে ছোট্ট আমার
এক যে ছিল বায়না
লেজ নাচুনে রঙিন ঘুড়ির
দৃশ্য ভোলা যায় না।

শান্ত-নীরব জারুল বনের
সূর্যফোটা দিনটা
সমীর কাকার বাঁশের টঙও
রাকা মনির বীণটা।

পদ্মফোটা কাজলা দিঘির
উথাল পাতাল ক্ষণটা
বটের ছায়ায় সবুজ মায়ায়
আটকা আজো মনটা।

 

Share.

মন্তব্য করুন