ছোটদের পত্রিকার একটি মজার বিভাগ- কৌতুক। অর্থাৎ যার মধ্যে থাকে নির্মল হাসির ফুয়ারা। আমরা এই বিভাগটিকে নাম দিয়েছি- ‘একটু হাসো’। তুমিও এই বিভাগে মজার মজার কৌতুক পাঠাতে পারো। তবে লেখার সময় খেয়াল রাখবে যেন গুরুজনদের সাথে ঠাট্টাবিদ্রুপ, কাউকে ব্যঙ্গ করা কিংবা কাউকে বোকা বানানোর অপচেষ্টা না থাকে। কৌতুকটি অবশ্যই হতে হবে হাসির খোরাক। তবে আর দেরি না করে আজই তোমার সুন্দর পরিশীলিত কৌতুকটি পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়।
খামের ওপরে এবং লেখার ওপরে অবশ্যই বিভাগের নামটি লিখবে। সেইসাথে পূর্ণ নাম ঠিকানাও থাকতে হবে।
Share.