প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছো তোমরা! চারপাশে যখন হিম হিম বাতাস, শির শির অনুভূতি, ফুলে ফুলে ভরা গাছ, শস্য ভরা মাঠÑ ঠিক সেই সময়ই তোমাদের সাথে করছি এই আলাপন। সুতরাং বুঝতেই পারছো, এটা কোন ঋতু!
হ্যাঁ, এটা হেমন্তকাল। আর হেমন্তকাল বলেই প্রকৃতিও সেজেছে নতুন সাজে। কী মনোরম! কী চমৎকার!
কিন্তু হেমন্তের যে আনন্দ-উৎসব সেটা এবার ম্লান করে দিলো একদিকে বন্যা আর অপর দিকে মুসলিম রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর নির্যাতন ও নিপীড়ন! সেখানকার ছোট্ট বন্ধুরাও নিরাপদ নয়। বরং তারাও জুলুম, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে প্রতিনিয়ত।
এসব নির্মম-নিষ্ঠুর চিত্র ও সংবাদ পত্রপত্রিকাসহ সকল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই তোমরাও অবগত আছো।
অতএব হেমন্তের যে আনন্দ-উৎসব ও মায়াবী হাতছানি- তার চেয়ে এখন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই সাথে মুসলিম রোহিঙ্গা ভাই-বোনদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়ানো।
এসো, আমাদের সাধ্যমতো তাদের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক কর্তব্যও বটে!
আজকের আলাপন এই আবেদনটুকুর মধ্য দিয়েই শেষ করছি!
আল্লাহ হাফিজ।
Share.