এক ফালি এক চাঁদ দেখিয়ে
এলো এবার কুরবানি,
ফুলগুলো সব গরুর মাথায়
হারিয়ে গেলো ফুলদানি!
হাম্বা শুনে ঘরের খোকন
করে খবরদারি,
লাল গরুটা পেয়ে বলে-
আমি কারো ধারধারি?
বলছি ছড়ায় একটু শোনো
দিচ্ছ যারা কুরবানি,
খোদার আদেশ- শুদ্ধ মনে
বিলিয়ে দিও হক্বখানি।
গ্রামই আমার ভাল
এইচ এস সরোয়ারদী
ঢাকায় থাকা কি-যে কষ্ট
দুঃখ কারে কই,
একটুখানি বৃষ্টি হলে
সবখানে থই থই।
যানজটে গাড়িতে বসে
কাঁদে শিশু নারী,
মশার ভয়ে ঢাকাবাসী
যাচ্ছে গাঁয়ের বাড়ি।
ঢাকায় এখন শান্তি নেই
বাড়ছে যে দুর্ভোগ,
ঘন ঘন নুতন নামে
হচ্ছে কত রোগ।
তারচেয়ে ভাল গ্রামই আমার
কত যে জমকালো
পাখির গানে, ফুলের গন্ধে
মনটা থাকে ভাল।