আমাদের গ্রামগুলো কত সুন্দর
সারি সারি বাড়ি বাড়ি ছোট ছোট ঘর।
বাড়ি বাড়ি হাঁস গরু খোঁপে কবুতর
আঁকা-বাঁকা বিল ঝিল নদ নদী চর।
মাঠে মাঠে তিল তিসি ইরি বোরো ধান
আম জাম নানা ফল সুপারি ও পান।
চাষিদের হাসি মুখে জারি সারি গান
আষাঢ় শ্রাবণ মাসে আসে ভরা বান।
আকাশে কালো মেঘের দুরু দুরু ডাক
গ্রামগুলো দ্বীপ যেনো পথে ঘাটে পাঁক।
স্বজনের কত স্নেহ কত মাখামাখি
কত ফুল কত ফল কত পশু পাখি।
বারো মাস ছয় ঋতু বিচিত্র বরণ
রূপ দেখে ভরে যায় সকলের মন।
এই মাটি ধূলিকণা বৃক্ষ ফুল ফল
দূরে বাঁকা কালো গাঁও চোখের কাজল।
অপরূপ এদেশের রোদ বৃষ্টি আলো
মন প্রাণ দিয়ে আমি দেশকে বাসি ভালো।

Share.

মন্তব্য করুন