না আবিদ তুমি শহরের ছেলে, তাছাড়া সাঁতার জানো না, তোমার বিপদ হতে পারে। না মামা কাল আমি তোমার সাথে নদীতে মাছ ধরতে যাবোই। তাছাড়া আমি তো নদীতে নামবো না, নৌকায় চড়ে তোমাদের মাছ ধরা দেখবো, তাতে কি সমস্যা? উফ! আচ্ছা ঠিক আছে তবে দুষ্টুমি করতে পারবে না কিন্তু? আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে খাওয়া সেরে মামার সাথে নদীতে গেলাম। মামা মাছ ধরার জন্য জাল নিয়েছে। আরো দুজন লোক মামার সাথে নৌকায় উঠল। নৌকা যখন নদীর মাঝামাঝি তখন মামা সহ লোকগুলো নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর তারা জাল তুলল, কিন্তু একি! জালতো মাছে ভর্তি! কতো রকমের মাছ! আমি অবাক হয়ে নৌকার উপর থেকে দেখছিলাম।
মোঃ আবুল হোসাইন
ঘরিপুর, ঠাকুরগাঁও