সবুজ গাঁয়ের আঁচল
মনসুর আজিজ

আমি মন হারালাম মাঠে
বাঁশ পাতাদের হরিৎ রূপে
সাজনা ফুলের ঘাটে।

আমের থোকা কিশোরীদের
কানের ঝুমকা যেনো
কোকিল ডাকে কুহু সুরে
ডুমুর গাছে কেনো?

ধানের ক্ষেতে দোল দিয়ে ধান
সাদা ফুলের ঢেউ
ভাতঘুমে আজ তালের পাখার
বাও দিয়ে যায় কেউ।

রাঙা ঠোঁটের টিয়ে দিলো
কাঁঠাল গাছে দোল
ভরদুপুরের ভাবনাগুলো
যেনো মায়ের কোল।

কোথায় রাখি এমন রূপের
মধুমাছির ঝাঁক
সবুজ গাঁয়ের আঁচল বলে
আমার কাছেই থাক।

 

স্বপ্ন নিয়ে বেড়ে ওঠ
পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম

আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখ
সাথে কর কাজ
তবেই তুমি পরবে জানি
সফলতার তাজ।

তোমার মাঝে যে কুঁড়িটা
আজকে খেলা করে
পাপড়ি মেলে সেটাই কাল
পুষ্প হয়ে গড়ে।

দেশটা আজ মনের মতন
গড়তে যদি চাই
বারেবারে তোমার দিকেই
দৃষ্টি ফিরে পাই।

যতœ নিয়ে সুপ্ত তোমার
মেধার চর্চা হোক
প্রতিভাবান যুবক পাব
পাব দক্ষ লোক।

সততা আর দেশপ্রেম
যুক্ত যদি হয়
দক্ষতাকে সাথে নিয়ে
এগুতে নেই ভয়!

তোমরা যদি সবাই মিলে
একসাথে কাজ কর
সোনার দেশ গড়তে পারবে
হয়ে তোমরা বড়।

আমরা পাব সোনার বাংলা
সুখী পরিবেশ
হৃদয় পটে শান্তি পাব
ভাবতেই লাগে বেশ!

আল্লাকে পাবো
আহমদ বাসির

সিয়াম সাধনা ছাড়া আসে নাতো ঈদ
বাজে না তো হৃদয়ের সুর সঙ্গীত।

সিয়াম সাধনা যারা করে রামাদানে
তারাই তো পৃথিবীর বুকে ঈদ আনে।

সিয়ামের সাধনায় ঈদের হাসি
মুমিনের বুক জুড়ে ফোটে রাশি রাশি।

সিয়ামের নিয়ামত এতই বিপুল
নাই যার কিনারাও নাই কোন কূল।

সিয়ামের সাধনা করে ঈদগাহে যাবো
বিনিময়ে সরাসরি আল্লাকে পাবো।

ঈদের মজা
ফারুক মোহাম্মদ ওমর

ঈদ আনন্দ খুশির ধারা
ফুল ফুটানোর ঝর্ণাধারা।
কাঁদছে ছেলে জামা ছাড়া
ও দরদি একটু দাঁড়া।

মানবতার ডাক
মনটা ভিজে যাক।

বাপ মা হারা এতিম যত
ক্ষুধার জ্বালা সইবে কত?
বাসী ভাতের ঘ্রাণ
নীল ভরা আসমান।

স্বাগত হে ঈদ
ঈদ মুবারক ঈদ!

 

Share.

মন্তব্য করুন