আম-কাঁঠালের ছুটি
খায়রুল আলম রাজু
আকাশের নীল জামা কালো জামা হয়
বাতাসের বেগ বাড়ে, মনে ডর-ভয়!
মেঘেদের ঘুম নেই ঝিরিঝিরি সুর
এইখানে… ওইখানে… ছুটে বহুদূর…
গাছে গাছে ধরে ধরে লিচু আর জাম
বাদুড়ের ছানা খায় কাঁচাপাকা আম।
উঠোনের এক কোণে জবা আর বেলি
ফুলগুলি ডাকে আয়, পাখি পাখি খেলি…
আয় পরী, চাঁদ-তারা, বুলবুলি টিয়ে
বোশেখের কত রূপ দেখে আসি গিয়ে!
ফুলেদের সাথে হয় ফলেদের জুটি;
মধুমাসে আম-জাম কাঁঠালের ছুটি!
একটা চড়ুই
মুহিব্বুল্লাহ ফুয়াদ
একটা চড়ুই দাপিয়ে বেড়ায়
মান্দা গাছের ডাল
বরই কড়ুই সজনেতলা
আম জাম ও কাঁঠাল
তিড়িংবিড়িং পাতায় নাচে
বৃষ্টিতে তার পাখনা কাঁচে
হয়ে বেসামাল
চলন বলন সবকিছুতেই
দারুণ ছন্দ তাল
একটা চড়ুই কথা বলে
হাসে, হাওয়ায় উড়ে
ধান কাউনের মাঠ পেরিয়ে
শহর নগর ঘুরে
একটা চড়ুই মন উদাসী
মন যেখানে চায়
ঠিক সেখানে সাঁতরে বেড়ায়
খুশিতে হারায়
যাক যেখানে সন্ধ্যেবেলা
গ্রামেই ফিরে আসে
গ্রাম-ই যে তার সবচে প্রিয়
গ্রাম সে ভালোবাসে।