অপেক্ষা
আবু ইউসুফ সুমন
থমকে গেছে হাওয়ার গতি
ভারুই পাখির গান
সাগর নদী পাহাড়ের আজ
ভীষণ অভিমান।
ছুটছে না তো মেঘের তরী
সমুদ্রে নেই ঢেউ
ঝরনাধারাও শুকিয়ে গেছে
হাসবে না আর কেউ।
বাগানেও মৌমাছি নেই
দিচ্ছে না ফুল ঘ্রাণ
তৃষ্ণা পেয়ে মানুষগুলোর
ওষ্টাগত প্রাণ।
মন ভালো নেই কারোর তেমন
চাষীর চোখে ভয়
কৃষ্ণচূড়ার মৌন মিছিল-
মেঘ কেন নির্দয়?
তপ্ত রৌদে মাটি ফেটে
বেহাল দশা হায়
বৃষ্টি তুমি ফিরবে কবে
আছি অপেক্ষায়।
গল্প পড়ো?
মেছবাহ উদ্দিন মারুফ
গল্প পড়ো? পড়তে পারো
পাঠ্য শেষের পর,
তৈরিকৃত হয় যেনো তা
সত্যি করে ভর।
মিথ্যা কথার গল্পে স্বল্পে
পাপ মেশানো রয়,
কখনো তা তোমার জন্য
গ্রহণযোগ্য নয়।
মিথ্যা হলো নীরব ঘাতক
আনে সর্বনাশ-
আনন্দহীন করে রাখে
সদা বারোমাস।
সত্য গল্প আলোর দিকে
নেবে বারংবার,
ফুটিয়ে রাখে জগৎ মাঝে
দূর করে আঁধার।