আমি যখন ছোট্ট ছিলাম
ছোট্ট ছিলো মন
মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে
খেলি সারাক্ষণ।

আষাঢ় মাসে বৃষ্টি এলে
ভিজে হতাম সারা
কালো মেঘের দস্যিছেলে
ঝড়ে করতো তাড়া।

কালবোশেখি ঝড়হাওয়ায়
ভাঙতো গাছের ডাল
আমার মনে খুশির জোয়ার
আম কুড়াবো কাল।

দেহ থাকতো ঘরের কোণে
হারিয়ে যেতো মন
মেঘপরীদের ডানায় চড়ে
হাওয়ায় শন শন।

তারায় তারায় খেলতো খেলা
মিটমিটানো সুর
জোসনা রাতের হাসি দেখে
ঘুম পালাতো দূর।

আমার মনে দোলা দিতো
ঋতুরাণীর সাজ
দেখছি কত প্রজাপতির
ডানার কারুকাজ।

একটু একটু করে যখন
বড়ো হয়েছি
মায়ের বকা বাবার শাসন
কতো সয়েছি।

দাদা বলেন “ দাদু আমার”
বড়ো হতে চাও?
লেখাপড়া করতে হবে
ইস্কুলেতে যাও।

Share.

মন্তব্য করুন