ও পাড়ার ওই টাকলা বুড়ো
নামটি যেন কী?
পণ করেছি আজকে যে তার
ঢালব মাথায় ঘি।
রোজ শনিবার অঙ্ক কষান
সাঁঝের বেলা এসে,
অঙ্কে ভুলে শূন্য পেলে
চড়টি মারেন কষে।
খুব হয়েছে শাসন এবার
বদলা নেবার পালা,
আমার পিছু লাগতে আসার
বুঝবে কত জ্বালা!
পুকুর পাড়ে গাছের নিচে
রাখছি পেতে জাল,
স্যারটি আমার আসুক দেখ
করি কেমন হাল!
খানিক পরেই উঠল যে রব
খালে পড়েছে কে?
পাড়ার সবাই দেখল গিয়ে
মাস্টার মশাই যে!
স্লিপ করে গোবু মশাই
পিছলে গিয়ে ঠ্যাং
ডোবায় পড়ে ব্যাঙের সাথে
করছে ঘ্যাঙর ঘ্যাঙ।