বড় হোক শিশু
মুস্তাফা ইসলাহী
শিশুদের ফোন নয়, দিতে হবে বই
খেলনার বন্দুক বাদ দিতে কই।
বুয়াদের কাছে নয় বাবুদের রাখা
সময় মা দিতে হবে ভালোবাসা মাখা।
ঘরে থাকা শিশুদের যেতে দাও মাঠে
আটকিয়ে রেখো না সারাদিন পাঠে।
লেখাপড়া, খেলাধুলা একসাথে চাই
যান্ত্রিক পরিবেশে মানবতা নাই।
ঘুম পাড়ানির গানে ঘুমে দিক ডুব
জোনাকির আলো, বন দেখে নিক খুব।
বৃষ্টির জলে দেহ মন যাক ভিজে
হয়ে যাক প্রজাপতি, পাখি, ঘুড়ি নিজে।
ছেড়ে দাও শিশুদের প্রকৃতির বুকে
বড় হোক মাটি, নদী, ফুল শুঁকে শুঁকে ।
মাহমুদ সালিম
শরৎ রূপের রানী
নদীর দু’ধার বইছে হাওয়া বইছে নিরবধি
শ্যামল ছায়ার রূপের বাহার দেখতে এসো যদি
দেখবে সেথায় কূল ঘেঁষে অই বসছে ফুলের মেলা
ডানা মেলে উড়ে এসে করছে পরি খেলা।
পাড় ঘেঁষে বেশ কাশফুলেদের চলছে বিরাম হাসি!
দুলছে হেলে বলছে কথা থেকে পাশাপাশি
ডাকছে যেন আয় দেখে যা আমার বদনখানি
আমি হলাম শুভ্রকাশের শরৎ রূপের রানী।
এই প্রকৃতি নতুন করে শরৎকালে আসছে
শান্ত স্নিগ্ধ উদার হয়ে শাপলা বিলে ভাসছে
জুঁই কামিনী, শিউলি, জবা, হেনা, দোলনচাঁপা
শালুক থোকা জারুল ফুলও হয়নি আজও মাপা।
চারদিক আজ মোহনীয় এই শরতের সাজ
শাপলা পাতা জলের ঢেউয়ে নানা রঙের কাজ
নীল আকাশে মেঘের ভেলায় শরৎ দিলো ডাক
শুভ্রকাশে মন দুয়ারে কাশফুলেরাই থাক।