খুব ইচ্ছে করে তোমার জন্য এক টুকরো আকাশ কিনতে। আসলে আমার কাছে পয়সা কম তো, নাহলে আরেকটু বাড়িয়েই কিনতাম। ভাবছি তোমার জন্য কেনা আকাশটাতে অনেক তারা থাকবে, কিন্তু চাঁদ থাকবে না, তাহলে আরেকটু কমে পাওয়া যাবে না বলো? তুমি হয়তো ভাবছো, ছ্যাচড়া লোক! এতটুকুন এক টুকরো আকাশ কিনবে তাও আবার চাঁদ ছাড়া!! আসলে কি বলো তো, আমি আবার বিলাসিতা পছন্দ করি না, যে আকাশে তুমি থাকছো, সেখানে আরেকটা চাঁদ আমার কাছে উচ্চ মাত্রার বিলাসিতার বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। শুনো, তোমার জন্য কেনা আকাশে কোনো আকাশযান চলতে দিবো না, একদম ব্যক্তিগত করে রাখবো। শুধু পাখি উড়বে, আর আমার একটা ঘুড়ি, ব্যাস। যেদিন তোমার মন খারাপ হবে, এক বস্তা কালো মেঘ কিনে আনবো, কেঁদো তুমি। তবে একটা শর্ত, কাঁদতে হবে আমার পাশে বসে, আমার বুকে মুখ লুকিয়ে, আমি তোমার কান্না দেখতেও ভালোবাসি। গোলাপ নেবো, আর কাটাটা নিবো না তাই কি হয় বলো! তাই তো তোমার রাগ অভিমান দুঃখ সব কিছুই আমার করে নিতে চাই, তোমাকে আপন করে। আচ্ছা আমাদের আকাশটুকুর কী নাম দেয়া যায় বলো তো!??
Share.