মনখানি পড়ে থাকে সবুজের গাঁয়
খালি পায়ে হেঁটে যায় পাড়ায় পাড়ায়।
আঁকাবাঁকা মেঠোপথ নদীর মতন
সবুজ শাড়ির গাঁয়ে হাঁটে লোকজন।
হাটে যায় মাঠে যায় শিশো করে খেলা
আড়ং পেরিয়ে স্কুলে ছুটে ছেলেবেলা।
লাটিমের ভনভন আর গোল্লাছুট
এসব পড়লে মনে জীবনটা ঝুট।

পাখিদের ওড়াউড়ি ঘুড়ির আকাশ
বিকেলের রোদে বয় বাউরি বাতাস।
বুকে এসে ঝাঁপ দেয় নদীর সাঁতার
মনে হয় সাঁতরাই এপার ওপার।
আর নেই সেইদিন হারানো ছেলের
কাঁচা গাব জাগ দেওয়া গরুদের খের।

Share.

মন্তব্য করুন