প্রিয় বন্ধুরা
সালাম ও শুভেচ্ছা নিও।
আশা করি ভালো আছো সবাই। মার্চ হলো আমাদের স্বাধীনতার মাস। আমাদের মুক্তির মাস। অনেক রক্ত দিতে হয়েছে আমাদের স্বাধীনতার জন্য। জীবন দিতে হয়েছে। কত ত্যাগ কত লড়াই সংগ্রাম করতে হয়েছে এ স্বাধীনতার জন্য। তাই আমাদের স্বাধীনতা অনেক দামী। অনেক মূল্যবান। এত মূল্যবান স্বাধীনতাকে রক্ষা করা আরও মূল্যবান। আমরা যেকোনো কিছুর বিনিময়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করবো- এই হোক আমাদের অঙ্গীকার। স্বাধীনতা রক্ষার জন্য আমাদের দেশ প্রেমিক নাগরিক হতে হবে। হতে হবে যোগ্য নাগরিক। তবেই আমরা আমাদের মনের মতো স্বাধীনতা পেতে পারবো।

এবার স্বাধীনতার মাসেই এলো রমজান। রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। রোজার মাধ্যমে নিজেদের পবিত্র করে নেয়া যায়। রোজা মানুষকে শুদ্ধ করে। রোজার সবচেয়ে বড় শিক্ষা হলো চুপেচুপে কিংবা কেউ নেই যেখানে তেমন অবস্থায়ও অন্যায় না করা। কেননা কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন- রোজার এ শিক্ষাই জীবনকে বদলে দেয়। সত্যকে নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়াই রোজার শিক্ষা। তাই এসো আমরা স্বাধীনতার আনন্দের সাথে রোজার শিক্ষা জড়িয়ে নিজেদের গড়ে তুলি।

Share.

মন্তব্য করুন