ডিসেম্বর ২০২২ সংখ্যার কুইজের সঠিক উত্তর

১. ২০০৩ সালে ২. ১৫৯৯ খ্রিষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর এবং বক্তারপুরেই ৩. নাসিরুদ্দীন তুসীর, লাল সবুজের বিশ্বজয়ে ৪. ১৯৩০ সালে ৫. তিনটি ৬. বাবা আমাকে ৭. লেজ ৮. ৪৮টিতে ৯. ‘লাইব’ ও ‘আল রিহলা’ ১০. ‘আপনার নামেই শুরু করছি হে আল্লাহ।’

ডিসেম্বর ২০২২ সংখ্যার কুইজের সঠিক উত্তরদাতা

চট্টগ্রাম: সাইফুল ইসলাম, লোহাগাড়া; মেহেদী আহসান, যুনাইরা মুনতাহা, মাহির তাজওয়ার অর্ণব, নাজমুস সাকিব নাবিল, ওমর আলী রিফাত, মো. জিসান, সাবিহা ফারজানা, মো. ইমাম হোসাইন, ইশআতি মাশরুরা সোহা, মো.ইমরান রাফি, চট্টগ্রাম।
নেত্রকোনা: জুনাইদ ইবনে শফিক, নাহিদ হাসান, নাবিলা তাসনিম, তাহেরা খাতুন, মোস্তাফিজুর রহমান, সদর; নেত্রকোনা।
ঢাকা: শাফাকুর রফিক,খিলগাঁও; আব্দুল্লাহ আহসান মাহদী, ডেমরা; তাসনিয়া আক্তার স্নেহা, মতিঝিল; ওয়ালিদ খান শওয়াইব,সাভার; নাবিতা জান্নাত নুহা, নবাবগঞ্জ; আবদুল্লাহ আহমাহ মায়াজ, সাভার;
লক্ষীপুর: আহমাদ নাসিফ, রামগতি; রফিকুল কবির, আহমাহ, মুনতাসির আহমেদ, সদর; লক্ষীপুর
গাজীপুর: সাদমান বিন ইউসুফ, শ্রীপুর; রিয়া মনি, জারিফ হোসেন, সানজিদা ইসরাত রিমা, রেবেকা সুলতানা নিম্মি, সদর;
চাপাইনবাবগঞ্জ: ইনজামামউল করিম, শিবগঞ্জ; মো. লুৎফর রহমান রোকন, শিবগঞ্জ; মো.জুনাঈদ হাবিব, সদর; মো. হাসিবুজ্জামান, সদর।

ডিসেম্বর ২০২২ সংখ্যার কুইজের পুরস্কারের জন্য মনোনিত যারা

১. সাইফুল ইসলাম, লোহাগাড়া; চট্টগ্রাম।
২. জুনায়ীদ ইবনে শফিক, সদর; নেত্রকোনা।
৩. শাফাকুর রফিক,খিলগাঁও; ঢাকা।
৪. আহমাদ নাসিফ, রামগতি; লক্ষীপুর।
৫. সাদমান বিন ইউসুফ, শ্রীপুর; গাজীপুর।

মার্চ ২০২৩ সংখ্যার কুইজ
১. উপমহাদেশে সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কোন সালের কত তারিখে?
উত্তর:
২. আমেরিকান নাগরিক মোবাইলফোনের জনক কে?
উত্তর:
৩. ‘বালক নূর’ এবং ‘বাল্যবোধ’ বই দুটি উপহার দিয়েছিলেন কে কখন?
উত্তর:
৪. ‘মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক, গম্বুজ হচ্ছে আমাদের হেলমেট এবং মিনার হচ্ছে আমাদের বেয়নেট।’ এই কবিতা পাঠ করার কারণে সামরিক সরকার এরদোগানকে কতো মাসের কারাদন্ড প্রদান করেন?
উত্তর:
৫. গিয়াসউদ্দিন আজম শাহের উৎসাহে কোন কবি ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন?
উত্তর:
৬. প্রতিটি বই মেলায় সাড়ে কতো থেকে কতোশত প্রকাশনী তাদের স্টল নিয়ে হাজির থাকেন?
উত্তর:
৭. আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেলো শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। কোন কবিতা থেকে নেওয়া?
উত্তর:
৮. ‘বাংলা ভাষায় বইপুস্তক রচনা করা পাপের কাজ’ এ কথা বলতো?
উত্তর:
৯. কতো ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস?
উত্তর:
১০. কোন কবির জন্ম ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সবুজ ঘেরা মোড়াইল গ্রামে?
উত্তর:

Share.

মন্তব্য করুন