অপরূপ এই দেশ এই দেশে থাকি
চারদিকে নাচে গায় অগণিত পাখি।
সবুজের উৎসব লাগে খুব ভালো
সোনালি সূর্যটা ছড়ায় যে আলো ।
অপরূপ এই দেশ জননীর মত
প্রিয় দেশ নিয়ে আর লিখব যে কত?
ধদিশেহারা হয়ে যাই চোখ রাখি যদি।

অপরূপ এই দেশ ভালোবাসি মাটি
শহীদের এই ভূমি এ যে বড় খাঁটি।
মেঠো পথে হাঁটি আমি লাগে ভালো বেশ
বাংলার কথা লিখে হবে নাতো শেষ।
অপরূপ এই দেশ সুখ ভরা মনে
আড্ডা যে দেই আমি প্রকৃতির সনে।
এই মন ছুটে যায় কৃষকের কাছে
মাঠ ভরা ধান দেখে এই মন নাচে ।

Share.

মন্তব্য করুন