গরমের পিছুটান বৃষ্টিটা নামছে,
তবু দেখি মানুষেরা মাঝে মাঝে ঘামছে।
মাঝরাতে কচি শিশু ঠ্যাং তুলে কাঁদছে,
ঘুরবে না ফ্যানখানা যেন বাদ সাধছে।

প্রকৃতি মাঝে মাঝে মুখ করে পানসে,
বুঝি না এ বিপদকে কারা ডেকে আনছে।
কেউ কেউ নিজ দিলে দুখ লিখে রাখছে,
দেখাবে তা বিধাতারে সুযোগটা আঁকছে।

ভালো দিয়ে কেউ কাছে মানুষেরে টানছে,
আস্থায় আনাটা সে পুরোটা না পারছে?
ক্রেতা আর বিক্রেতা ঝগড়াটা লাগছে,
বিদ্যুৎ বিভ্রাটে পুরো জাতি রাগছে।

Share.

মন্তব্য করুন