আসছে খরা, পুড়ছে ধরা
মরছে কারা? ভুগছে যারা
মেঘ জননীর শুষ্ক আঁখি
পড়ছে না তাই অশ্রুধারা।
ক্লান্ত মানুষ শ্রান্ত হয়ে
কাঁদছে সকল সর্বহারা।

পাহাড় টলে, তুষার গলে
নেইতো পানি কোথাও দানি
বদনখানি শুষ্ক মাঝির
বক্ষে ব্যথার গান
তপ্ত খরায় পুড়ছে চাষির
আবাদ-ফসল ধান।

ক্ষুধার আগুন, বাড়ছে দ্বিগুণ
শুকাই গলা, রৌদ্রে চলা
ঝরছে ঘাম, বাড়ছে দাম
ছুটছে কুলি, মাথায় ঠুলি
ধুঁকছে মানুষ, উড়ছে ফানুস
শুকনা ধুলা, বন্ধ চুলা
জলদ আকাশ ভেজাক ধরা
জাগুক মাটির ঘ্রাণ
সবুজ শ্যামল মাঠ ফসলে
বেঁচে উঠুক প্রাণ।

Share.

মন্তব্য করুন