আগস্ট ২০২২ সংখ্যার শব্দজব্দ

 

 

 

 

পাশাপাশি: ১. বিচারের স্থান, আদালত ২. সাদা পুষ্পবিশেষ, ৩. মায়া, আসক্তি, ৪. এশিয়া মহাদেশের একটি দেশ, ৫. আটক রাখিবার স্থান, জেলখানা, কয়েদখানা, কারাগার ৬. হলদে-কমলা জাতীয় একটি রং, যা স্বর্ণের রঙের অনুরূপ।
উপর নিচ: ১. অদৃষ্ট, কপাল, ভাগ্য ২. উষ্ণ, তপ্ত, গ্রীষ্ম, শীত নিবারক ৩. বিবাহের সময় কনের দাবিকৃত অর্থ। ৪. সহানুভূতিশীল; দয়াশীল; স্নেহপূর্ণ ৫. আদালতের কর্মচারিবিশেষ ৬. মল্লিকাজাতীয় ক্ষুদ্র পুষ্প; ছোট ফুল বিশেষ।

মে ২০২২ সংখ্যার সমাধান

 

 

 

মে ২০২২ সংখ্যার সঠিক উত্তরদাতা
চট্টগ্রাম: জনাইবা মুনতাহা, হালিশহর; ইশআত মাশরুবা সোহা, ফটিকছড়ি; আ.ন.ম ঈরফানুদ্দীন সাতকানিয়া; ইশআতি মাশরুরা সোহা, ফটিকছড়ি; সাইফুল ইসলাম লোহাগাড়া,চট্টগ্রাম; নাজমুস সাকিব নাবিল সাতকানিয়া, চট্টগ্রাম; রাহিমুল ইসলাম মর্তুজা লোহাগাড়া; নাজমুস সাকিব নাবিল, সাতকানিয়া; ইমাম হোসাইন, বোয়ালখালী; সাইফুল ইসলাম, লোহাগাড়া; রিদুয়ানুল হক, লোহাগাড়া; তারেক উদ্দিন, লোহাগাড়া; মোহাম্মদ ফয়েজ উদ্দিন, লোহাগাড়া; জাকিয়া সুলতানা জিন্নাত, লোহাগাড়া; আরিফুর রহমান, ডবলমুরিং।

গাজীপুর : সাহেদ হোসেন, জয়দেবপুর; রিয়া মনি, জয়দেবপুর; অপর্ণা সরকার, জয়দেবপুর; সামিহা তাসমিম তানহা, জয়দেবপুর; জিনাত তাবাসসুম, জয়দেবপুর; রেবেকা সুলতানা নিম্মি, জয়দেবপুর; রিয়া মনি জয়দেবপুর।
ঢাকা: জাওয়াদ আব্দুল্লাহ, আদাবর; জুনায়েদুল হক, চকবাজার; সাদি হাদি, দারুস সালাম; আফিয়া জাহিন, মিরপুর; আব্দুল্লাহ আল নাসিফ, যাত্রাবাড়ি; শাফিকুর রফিক, খিলগাঁও।
অন্যান্য জেলাসমূহ: আ. কাদের আল আমিন, নবাবগঞ্জ, দিনাজপুর; আহমাদ নাসিফ, রামগতি, লক্ষীপুর; তাসনিয়া, সদর, মেহেরপুর; আহমদ নাসিব, রামগতি লক্ষীপুর; আনোয়ার হোসেন বিপ্লব, নোয়াখালী; মোহাম্মদ নূর হোসেন, সোনাগাজী, ফেনী; খালিদ সাইফুল্লাহ, পাবনা; ইমদাদুল হক, শৈলকূপা ঝিনাইদহ; নাজমুল ইসলাম, কুড়িগ্রাম, সদর কুড়িগ্রাম; মাইদুল ইসলাম, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম; তাসনিয়া, মেহেরপুর সদর, মেহেরপুর; নাসরুল্লাহ লাবিব যাত্রাবাড়ি, ঢাকা; আহমেদ নাসিম, রামগতি, লক্ষীপুর; মোহাম্মদ হাসান, সোনাগাজী, ফেনী; খালিদ হাসান, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল; নাফিউর রহমান রাহাত, চাঁপাইনবাবগঞ্জ; আব্দুস সালাম বিন নজরুল ইসলাম, আশাশুনি, সাতক্ষীরা; জায়েদ আল আহনাফ, শাহ মাখদুম, রাজশাহী; আহমাদ নাসিফ, রামগতি, লক্ষীপুর; নাফিউর রহমান, হুজরাপুর, চাঁপাইনবাবগঞ্জ

মে ২০২২ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. মোসা: তাসনিয়া, সদর, মেহেরপুর
২. জাওয়াদ আব্দুল্লাহ, আদাবর, ঢাকা
৩. মো: সাহেদ হোসেন, জয়দেবপুর, গাজীপুর
৪. জনাইবা মুনতাহা, হালিশহর, চট্টগ্রাম
৫. মো: জুনায়েদুল হক, চকবাজার, ঢাকা

Share.

মন্তব্য করুন