আমার ছিলো একটি সোনার পাখি
বহু যুগের ভালবাসায় করতো ডাকাডাকি
রোদের আলো মেঘের ছায়া আনতো বয়ে রোজ
সবুজ রঙিন স্বপ্নগুলোর দিতো আমায় খোঁজ।

দিতো আমায় ভোরবিহানে নতুন জাগরণ
যার উসিলায় ফুলের শোভায় জাগতো আমার মন
যার উসিলায় ফিরে পেতাম হারানো সুখ-শান্তি
যার উড়ালের গতি আমার ঘুচিয়ে দিতো ভ্রান্তি।

নদীর বয়ে যাওয়ার মতো গাইতো গতির গান
ভোরের হাওয়ার মতো আমার জুড়িয়ে দিতো প্রাণ
আমার জন্য আনতো বয়ে বরাভয়ের বাণী
সেই পাখিটা খুঁটে খেতো আমার যতো গ্লানি।

আমার বাগান ভরে তখন ফুটতো হাজার ফুল
আমার ঘরে স্বপ্ন-সাধের বইতো হুলুস্থুল
আমার মাঠের শস্য দানা ধাঁধিয়ে দিতো চোখ
আমার বাড়ির মানুষ পেতো স্বপ্ন গড়ার সুখ।

সেই পাখিটা অচিনলোকের যাদুর কাঠি দিয়ে
আমার যতো স্বপ্ন ও সাধ রাখতো যে আগলিয়ে
আমার যতো ব্যর্থতা আর আমার যতো ক্লান্তি
তার গানেতে দূর হয়ে সব আসতো নেমে শান্তি।

সইলো না সে সুখ বেশি দিন, দুষ্টু প্রতিবেশী
কঠিন আঘাত হানলো শেষে গোপনে বিদ্বেষী
অনেক ষড়যন্ত্রে আমার মরলো সোনার পাখি
শান্তি এবং সুখের সুরে উঠতো যে রোজ ডাকি।

Share.

মন্তব্য করুন