বন্ধুরা শুভেচ্ছা জানাই।
ভালো আছো সবাই এমনই আশা করি। ভালো থাকো খুব। ভালো না থাকলে কোনো কাজই তো ভালো করে করা যায় না। না ভালো লেখাপড়া! না ভালোভাবে খাওয়া দাওয়া! আর না ঠিকমতো চলাফেরা করা যায়। এসবকিছু ভর করে ভালো স্বাস্থ্য এবং সুন্দর মনের ওপর। শরীর যেমন সুস্থ রাখা চাই। মনটাকেও সুস্থ রাখতে হবে। মন ভালো না হলেও কাজ ভালো করা যায় না।
মন ভালো রাখার জন্য জীবনকে সুন্দর পথে চালাতে হয়। সুন্দর সুন্দর কাজ করতে হয়। ভালো কাজে এগিয়ে থাকতে হয়। যেমন লেখাপড়ায়, তেমনি ব্যবহারে। তেমনই পরোপকারে এবং মানুষের সেবায়।
তবেই মন ভালো থাকবে। আরও একটি কাজ করতে হবে তা হলো- কথা আর কাজে মিল থাকতে হবে। কথা কাজে মিল হলে মন হবে সুন্দর! ফুরফুরে! আনন্দময়! আর এ আনন্দ ধরে রাখার জন্য মাঝে মাঝে প্রকৃতির দিকে নজর তুলতে হবে। কাশফুলের ঋতু এখন। যাকে বলি শরৎকাল! শিউলি বা শেফালি ফুলও ফোটে এসময়!
প্রকৃতির উদারতায় নিজেকে জড়িয়ে নিলে জীবন হবে আরও সুন্দর।

Share.

মন্তব্য করুন