পাশাপাশি: ১. বাংলাদেশের জাতীয় ফুল; ২. বর্ষাকালে ফোটে এমন একটি ফুলের নাম; ৩. অপেক্ষাকৃত বড় এবং স্থায়ী নিবাস, ব্যবসার প্রসার ঘটাতে সহায়তা করে এমন; ৪. শক্ত, দুরূহ; ৫. চিত্রিত বা খোদাই করা, সূচীকর্ম, কারুকার্যময় বস্তু; ৬. জলাশয়, সমুদ্র উপকূলসহ অনেক আবহাওয়াতে দেখা যায়।

উপর-নিচ: ১. লজ্জা পায় এমন, লজ্জাশীল; ২. এক ধরনের ডাল জাতীয় শস্য; ৩. এক প্রকার পাখি, এটি মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে; ৪. শাসন করে এমন; ৫. আরবি মাস; ৬. এক প্রকার

পাখি।

এপ্রিল ২০২২ সংখ্যার সমাধান
এপ্রিল ২০২২ সংখ্যার সঠিক উত্তরদাতা
চট্টগ্রাম: আ. ন. ম ঈরফানুদ্দীন, সাতকানিয়া চট্টগ্রাম; ইশআতি মাশরুরা সোহা, ফটিকছড়ি; সাইফুল ইসলাম লোহাগাড়া, চট্টগ্রাম; নাজমুস সাকিব নাবিল সাতকানিয়া, চট্টগ্রাম; রাহিমুল ইসলাম মর্তুজা, লোহাগাড়া; নাজমুস সাকিব নাবিল, সাতকানিয়া; ইমাম হোসাইন, বোয়ালখালী; সাইফুল ইসলাম, লোহাগাড়া; রিদুয়ানুল হক, লোহাগাড়া; তারেক উদ্দিন, লোহাগাড়া; মোহাম্মদ ফয়েজ উদ্দিন, লোহাগাড়া; জাকিয়া সুলতানা জিন্নাত, লোহাগাড়া; আরিফুর রহমান, ডবলমুরিং।
গাজীপুর : গাজীপুর সাব্বির আহমেদ; অপর্ণা সরকার, জয়দেবপুর; সামিহা তাসমিম তানহা, জয়দেবপুর; জিনাত তাবাসসুম, জয়দেবপুর; রেবেকা সুলতানা নিম্মি, জয়দেবপুর; রিয়া মনি জয়দেবপুর।
ঢাকা: আব্দুল্লাহ আল নাসিফ, যাত্রাবাড়ি; শাফিকুর রফিক, খিলগাঁও।
ব্রাহ্মণবাড়িয়া: কাজী রুবাবা সাফা; কাজী খাইরুল ইসলাম।
অন্যান্য জেলাসমূহ: আহমদ নাসিব, রামগতি, লক্ষ্মীপুর; আনোয়ার হোসেন বিপ্লব, নোয়াখালী; মোহাম্মদ নূর হোসেন, সোনাগাজী, ফেনী; খালিদ সাইফুল্লাহ, পাবনা; ইমদাদুল হক শৈলকূপা ঝিনাইদহ; নাজমুল ইসলাম কুড়িগ্রাম, সদর কুড়িগ্রাম; মাইদুল ইসলাম কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম; তাসনিয়া মেহেরপুর, সদর, মেহেরপুর; নাসরুল্লাহ লাবিব, যাত্রাবাড়ি, ঢাকা; আহমেদ নাসিম, রামগতি, লক্ষ্মীপুর; মোহাম্মদ হাসান, সোনাগাজী, ফেনী; খালিদ হাসান, টাঙ্গাইল, সদর, টাঙ্গাইল; নাফিউর রহমান রাহাত, চাঁপাইনবাবগঞ্জ; আব্দুস সালাম বিন নজরুল ইসলাম, আশাশুনি, সাতক্ষীরা; জায়েদ আল আহনাফ, শাহ মাখদুম, রাজশাহী; আহমাদ নাসিফ, রামগতি, লক্ষ্মীপুর; নাফিউর রহমান, হুজরাপুর, চাঁপাইনবাবগঞ্জ।

এপ্রিল ২০২২ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা
১. আব্দুল্লাহ আল নাসিফ, যাত্রাবাড়ি, ঢাকা
২. ইমদাদুল হক, শৈলকূপা, ঝিনাইদহ
৩. ইশআতি মাশরুরা সোহা, ফটিকছড়ি, চট্টগ্রাম
৪. কাজী রুবাবা সাফা, ব্রাহ্মণবাড়িয়া
৫. অপর্ণা সরকার, জয়দেবপুর, গাজীপুর

Share.

মন্তব্য করুন