আলোর দেশে
মিষ্টি হেসে
গায় পাখিরা গান।
হাওয়ার সাথে
সন্ধ্যা রাতে
নদীর কলতান।

ব্যাঙের ডাকে
ভারী থাকে
খোকন সোনার কান
আকাশ থেকে
একটু বেঁকে
দেয় যে উঁকি চান।

রাতের মায়া
কালো ছায়া
দেখতে লাগে বেশ।
জোনাক জ্বলে
দলে দলে
আঁধার নিরুদ্দেশ।

Share.

মন্তব্য করুন